মাদ্রাসা কোডঃ ১০৬৯৭৪ | হটলাইনঃ 01721-402854


প্রতিষ্ঠানের ইতিহাস
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ ধারা মাদরাসা শিক্ষা। সাধারণ শিক্ষার পাশপাশি সমান্তরালভাবে এটি বয়ে চলেছে দীর্ঘদিন ধরে এবং এ দেশের জন-মানসে তার স্থান করে নিয়েছে সুরক্ষিত ও সুদৃঢ়ভাবে। ধর্মীয় শিক্ষা ও জাগতিক শিক্ষা দুটি পরস্পরের পরিপুরক। এ সমন্বিত ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানিক রুপই হচ্ছে মাদরাসা শিক্ষা। ইহলৌকিক উন্নতির সাথে সাথে পারলৌকিক মুক্তির পথ দেখাতেই প্রতিষ্ঠা করা হয়েছে ।
মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে সার্বজনীন মানসম্মত করার জন্য অপরিহার্য হচ্ছে অঙ্গীকার ও সার্বিক গুণগত ব্যবস্থাপনা এবং সৃজনশীল ও উদ্ভাবনীমূলক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দরকার অনুকুল অবকাঠামো ও পরিবেশ। আমরা অঙ্গীকারাবদ্ধ, গুণগত ব্যবস্থাপনায় সদা সচেষ্ঠ এবং অবকাঠামো ও পরিবেশগত দিক দিয়ে মাশাল্লাহ্ জেলায় শ্রেষ্ঠত্বের দাবিদার।

প্রধান শিক্ষকের বাণী
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ ধারা মাদরাসা শিক্ষা। সাধারণ শিক্ষার পাশপাশি সমান্তরালভাবে এটি বয়ে চলেছে দীর্ঘদিন ধরে এবং এ দেশের জন-মানসে তার স্থান করে নিয়েছে সুরক্ষিত ও সুদৃঢ়ভাবে। ধর্মীয় শিক্ষা ও জাগতিক শিক্ষা দুটি পরস্পরের পরিপুরক। এ সমন্বিত ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানিক রুপই হচ্ছে মাদরাসা শিক্ষা। দীর্ঘ এই চলার পথে যাঁদের ত্যাগ, পরিশ্রম ও অবদান রয়েছে আমি সকলের সেই অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং যারা খিদমাত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের মাগফিরাত ও রাফায়ে দারাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি।
সভাপতির বাণী
মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে মানুষ জন্মালেও অনুকূল পরিবেশ ও যথাযথ শিক্ষার আলো না পেলে মেধা ও প্রতিভার বিকাশ ঘটে না। জন্ম নিলেই মানুষ মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয়। পিতামাতা সন্তানের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষক এবং পরিবার হলো সবচেয়ে বড় বিদ্যাপিঠ। কিন্তু মেধা ও প্রতিভার সঠিক বিকাশ হয় শিক্ষা প্রতিষ্ঠানে আর সেই মেধা বিকাশের কারিগর হলেন শিক্ষক। শিক্ষা-প্রতিষ্ঠানে জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি ও ইতিহাস চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। মাদ্রাসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, মহান আল্লাহর নিকট এই কামনা করি।
জাতীর পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের শুভ মুহূর্তে আসুন আমরা প্রতিজ্ঞা করি, সকল ভেদাভেদ ভুলে আমরা জনগণের মঙ্গলের জন্য কাজ করব।
-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শিক্ষকবৃন্দ


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর আদর্শ জীবনাচার রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের জানার সুযোগ সৃষ্টির জন্য বঙ্গবন্ধুকর্নার স্থাপন করা হয়েছে।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রথম বারের মত সম্পূর্ণ রঙ্গিন সংস্করণ









